সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩টি উপজেলার মোট ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও তুলা উন্নয়ন-বোর্ডের আয়োজনে পরিষদ মিলনায়তনে বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলার মোট ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল,বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপিএএ কৃষিবিদ মোঃ মতলুবর রহমান,বগুড়া জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, পৌর মেয়র মতিউর রহমান মতি,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল,চালুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান শওকত আলী,উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনসহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ জেমি আক্তার।