দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত ১১জুলাই বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে তালুচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২গোলে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে গোবিন্দপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১গোলে দুপচাঁচিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। পরে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মহলদার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামীম উদ্দিন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন সহকারী শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। খেলা পরিচালনা করেন হাসান মোঃ আবু হুরাইরা ও এমকে আলম। তাদেরকে সহযোগিতা করেন হরেন্দ্রনাথ সরকার, মাসুদ পারভেজ, তরিকুল ইসলাম, কামরুল হাসান রুবেল।
অপরদিকে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে একই মঞ্চে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) দুপচাঁচিয়ার আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রকল্পের ৬০জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৪বছরের সঞ্চয়ের ১লাখ ১৯হাজার ৫’শ ৬৩টাকার চেক প্রদান করা হয়।