মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ২২জন জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ৪৭ প্যাকেট তাস, খোলা তাস ৫২ প্যাকেট, নগদ ১,৮৫,৩৭০/-(এক লক্ষ পঁচাশি হাজা তিনশত সত্তর) টাকা, ২৪টি মাবাইল ফোন, ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড, গোধুলী মার্কেটের নীচ তলা আরিফ হোসেনের ভাড়া রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা(৩৮), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল স্টেশন পাড়া এলাকার মোঃ শাহজাহান শেখের ছেলে, মোঃ হাবিবুর রহমান বিপ্লব(৪২), সে ৩১ রায়পুর বাজার, ঘোড়ামারা এলাকার মৃত এবাদুল্লাহ মন্ডলের ছেলে, মোঃ আলীউল আজিম(৪২), সে পাটান পাড়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে, মোঃ সোহেল রানা (৩৫), সে রানীনগর হাদির মোড় এলাকার মৃত মুকুল আলীর ছেলে, মোঃ মেহেদী হাসান দীপু (৩৬), সে সপুরা এলাকার মৃত: আঃ মালেক স্বপনের ছেলে, মোঃ আঃ রশিদ (৪৩), সে বর্ণালী, আমবাগান (বাসা নং-৪) এলাকার মৃতঃ খায়ের উদ্দিনের ছেলে, মোঃ শফিকুল ইসলাম (৪৫), সে শিরোইল মোল্লা মিল এলাকার বাবুজানের ছেলে, মোঃ সাগর শেখ (৪২), সে শিরোইল স্টেশন পাড়া, (বাসা নং- ৫৪) এলাকার মৃত টুলু শেখের ছেলে, মোঃ বেলাল হোসেন (৫২), সে হোসেনী গঞ্জ, বাসা সাং-ডি/১৭২,এলাকার মনিরুল ইসলামের ছেলে, মোঃ ছামিউল ইসলাম জনি(৩২) সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পূর্ব পাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে, মোঃ খোকন (৫০), সে আসাম কলোনী বউ বাজার এলাকার মৃত: মোসলেম সরদারের ছেলে, মোঃ শাহীন আলী (৪৩), সে শিরোইল কলোনী এলাকার মোঃ রওশন আলীর ছেলে, মোঃ হাবিবুর রহামন (৫৮), সে শিরোইল কলোনী এলাকার মৃত আঃ হামিদ সরকারের ছেলে, মোঃ গিয়াস উদ্দিন (৪৫), ছোট বনগ্রাম পূর্ব পাড়া এলাকার মৃত আউয়াল ভূইয়া ছেলে, মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮), সে হাজরা পুকুর গাবতলী এলাকার মোঃ আমির হোসেনের ছেলে, মোঃ আলমগীর হোসেন (৪৫), বড় বনগ্রাম, ভাড়ালী পাড়া এলাকার মৃত নাজিম মোল্লার ছেলে, মোঃ স¤্রাট (২৮), সে মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম ফুলতলা এলাকার মোঃ আকসামের ছেলে, শ্রী দীপক কুমার সরকার (৩৫), সে নাপিত পাড়া, থানা-সদর, নওগাঁ এপি- মৌচাক হোটেল, স্টেশন রোড, থানা- বোয়ালিয়া থানার দিলীপ সরকারের ছেলে, মোঃ মাসুুদ রানা (৩৮), সে রাজশাহীর চারঘাট থানার মুক্তারপুর এলাকার মৃত আঃ মজিদের ছেলে, মোঃ হায়দার আলী (৬২), সে মহানগরীর কাশিয়াডাংগা থানার গুরিপাড়া, চারখোটার মোড় এলাকার মৃত আঃ রশিদের ছেলে, মোঃ রফিকুল ইসলাম (৩৭), সে মহানগরীর পবা থানার মদুসুদনপুর এলাকার মোঃ সৈয়দ আলীর ছেলে, মোঃ জিয়াউর রহমান (৩৪), সে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার (১০ জুলাই) সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার জুয়াড়ীরা স্বীকার করে, তারা জুয়া আসরের মূলহোতা পলাতক আসামী মোঃ আরিফ শেখের ভাড়া করা ঘরে তার তত্বাবধানে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে। ঘটনার সময়ও জুয়া খেলছিলো মর্মে স্বীকার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।