বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়নের সাথে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো(পিবিআই) বগুড়ার পুলিশ সুপার(এসপি) কাজী এহসানুল কবীরের অশোভন আচরণের ঘটনায় কর্মসূচি গ্রহণের লক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ১১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। যৌথ সভায় প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে), সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) ও বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।