গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের পল্টন অফিসে এক গুরুত্বপূর্ণ জরুরী সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, ফজলে হুদা বাবুল, কৃষিবিদ শাহ মুনিরুর রহমান, কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লবসহ সিনিয়র নেতৃবৃন্দ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আমরা কৃষক, কৃষি ও কৃষকের কথা বলি কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে আহবায়ক ও আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম কে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির সদস্য হলেন মোশারফ হোসেন, ফজলে হুদা বাবুল, কৃষিবিদ শাহ মুনিরুর রহমান, কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লব ও মঞ্জুরুল ইসলাম।
আমরা কৃষক, কৃষি ও কৃষকের সাথে কথা বলি সংগঠনটি বিভাগীয় এবং জেলা পর্যায়ের কৃষি ও কৃষকের সমস্যা ও সমাধানকল্পে কথা বলবেন এবং খোঁজখবর নিবেন। এমনকি সারা দেশের সকল বিভাগে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আমরা কৃষক, কৃষি ও কৃষকের কথা বলি শীর্ষক কর্মসূচি পালন করবেন।