সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬শ’ ৮০ কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু,উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মো: ফরহাদ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষকগণ এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম। ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি করে রোপা আমন ধান বীজ ও সার এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
এর আগে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবিরসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপরে সংসদ সদস্য বিভিন্ন ইউনিয়ন বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ করেন।