প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভেলপমেন্ট (পেসড) এর আয়োজনে শনিবার বগুড়া সদরের কাটনার পাড়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে মাদক, ডেঙ্গু ও কিশোর অপরাধ প্রতিরোধে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন এ্যাড. খাজা সানাউল হক চিনু। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স অব বগুড়ার সদস্য গোলাম রব্বানী (জাকি), মন্টু। আলোচনায় বক্তারা বলেন, মাদক, ডেঙ্গু ও কিশোর অপবাধ প্রতিরোধ করতে হলে সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদকের কুফল সম্পর্কে কিশোরদেরকে জানান দিতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সেমিনারের আয়োজন করতে হবে। মাদক ও কিশোর অপরাধ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ থেকে প্রতিত্রাণ পেতে হলে সুস্থ সমাজ গঠনে আমাদের প্রত্যেককেরই স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ডেঙ্গু মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকার কর্তৃক নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন এবং সভা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম নীরব।