গাবতলী উপজেলা সংবাদদাতা: বগুড়ার গাবতলী কাগইলে চড়ক পূজা মেলায় হাজারো হিন্দু-মুসলিম নারী-পুরুষ দর্শককে আর্শ্চয করে দিলেন নাটোর জেলার সিংড়া এলাকা থেকে আসা ভোলা দাস নামের এক শ্বনাসী। উপজেলার কাগইল মধ্যপাড়া নাপিতপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষ তথা কাগইল মধ্যপাড়া শিব ও কালি মন্দির কমিটি আয়োজিত ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের শেষ দিনে বৃহস্পতিবার চড়ক পূজা অনুষ্ঠিত হয়। আর ওই মেলার মুল আকর্ষন ছিল চড়ক পূজা। বৃষ্টি আর কাঁদা উপেক্ষা করে এই চড়ক পূজা দেখার জন্য ওই মেলায় হিন্দু-মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ঢল নামে। শেষ পর্যন্ত দর্শকরা মুল আকর্ষন দেখে মুগ্ধ হলেও ব্যাপক আর্শ্চযও হয়। কারন ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের শেষ দিনে এই চড়ক পূজার মেলায় নাটোরের সিংড়া এলাকা থেকে আসা শ^নাসী ভোলা দাস তার পিটে দুটি স্থানে বরসী দিয়ে চামড়া ছিঁদ্র করে মোটা রশি দিয়ে চড়কে ঘুড়ানো হয়। পিটে দুটি স্থানে বরসী থাকা অবস্থায় পরে আবার একটি শিশু বাচ্চাকে কোলে নিয়ে পুনরায় মোটা রশি দিয়ে চড়কে ঘুড়ানো হয়। বাস্তব এমন ধরনের ঘটনা দেখে উপস্থিত হাজারো দর্শক ব্যাপক আর্শ্চয হয়। শ্বনাসী ভোলা দাস এর সহযোগি ছিলেন শ^নাসী বাবলু দাস ও শ্বনাসী অনন্ত দাস। এর আগে মেলাটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি প্রবীন শিক্ষক সন্তোষ কুমার দত্ত’র সভাপতিত্বে প্রবীন শিক্ষক বিশ্বম্ভর দত্ত’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, থানার এসআই আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, মাহফুজুল হক সুইট, জুয়েল রানা, ইউপি সদস্য বাবলু মিয়া, যুবলীগ নেতা কৃষ্ণ কুমার, শিক্ষক বিশ^ম্ভর দত্ত, নিকুঞ্জ বিহারী দেব, ডাঃ নীল রতন দেব, মাধব সাহা, ভবেশ চন্দ্র সাহা, রতন দাস, গৌবিন্দ সিংহ, মোগলা দাস, পরিমল শীল, রঞ্জিত শীলসহ আরো অনেকে।