মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা হতে ১৭৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী মোঃ গোলাম মোস্তফা চান্দু (৫১)কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৫ জুলাই) ভোর ৫টায় বাঘা থানাধীন কিশোরপুর হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ গোলাম মোস্তফা চান্দু রাজশাহী জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রামের মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী শুক্রবার ভোর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর গ্রামের মোঃ সামাদ এর বসতবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ গোলাম মোস্তফা চান্দুকে গ্রেফতার করে এবং অপর মাদক কারবারী মোঃ সামাদ কৌশলে পালিয়ে যায়। এসময় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।