আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর আয়োজনে মানবিক স্পর্শকাতরতা বিধুর সংবর্ধনা জ্ঞাপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ খোন্দকার কামাল হাসান। এছাড়াও অতিথি হিসেবে বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ও মোতাহার হোসেন, বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংবর্ধিত ব্যক্তিত্ব পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম কে আগুনের পরশমণি এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে তাঁকে বরণ করে নেওয়া হয়। এরপরে সভাপতি অনুষ্ঠানের সকল অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন। শেষে সংবর্ধিত ব্যক্তি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে উত্তরীয় ও বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মোজাম্মেল হক লালু।
অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও কথা মালার মাধ্যমে শিল্পী ও অতিথদের চমৎকার পরিবেশনের মাধ্যমে ফুটে উঠে “তোমাকে ভালোবাসি ” অনুষ্ঠানটি। মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা পরিচালনায় আমরা ক’ জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দলীয় নৃত্য ও আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তীর কাব্যগ্রন্থ থেকে বাছাইকৃত তিনটি কবিতা সংগঠনের শিল্পীরা এবং বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত আবৃতি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন আব্দুল মোবিন ও তাসনিম ত্রয়ী।