বগুড়া : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,বিশ্বের সব চাইতে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া । তিনি কোন অপরাধ করেননি। কিন্তু তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নির্যাতন করা হচ্ছে। তাকে কারাগারে প্রাপ্য অধিকারও দেয়া হয়নি। তাকে বন্দি রেখে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাকে মুক্ত করতে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি বুধবার বিকেলে শহরের নবাব বাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আয়োজিত বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, মীর শাহে আলম, তৌহিদুল আলম মামুন, তাহা উদ্দিন নাহিন, মোর্শেদ মিল্টন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, যুবদলের খাদেমুল ইসলাম খাদেম ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সাইদুল ইসলাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই যেকোন মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে দলের সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এতে বগুড়ার রাজপথ বিএনপি নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে। বিগত ৭ জানুয়ারীর নির্বাচনের পর আবারো সরব হয়ে উঠেছে বগুড়ার নেতাকর্মীরা।