১লা জুলাই রোটারীর নতুন বর্ষ ২০২৪-২৫ শুরু উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়া শহরে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য ইয়ার লাঞ্চিং র্যালীর আয়োজন করে। বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা স্থানীয় রানার প্লাজার সম্মুখে বেলা ১১টায় ফেস্টুন উড়িয়ে এই র্যালীর উদ্বোধন করেন। টমটম, ঘোড়ার গাড়ি, রিক্সা, কার ও ট্রাক সহকারে বাদ্যের তালে তালে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দত্তবাড়ীস্থ জামিল শপিং সেন্টারে অবস্থিত ক্লাবের নিজস্ব ভেন্যুতে গিয়ে শেষ হয়।
র্যালীতে রোটারী ক্লাব অব বগুড়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান সাইরুল ইসলাম, সেক্রেটারী শাহ মোহাম্মদ জনি সহ ক্লাবের অর্ধ শতাধিক রোটারিয়ান, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়া নিউটাউনের রোটার্যাক্টর ও ইন্টার্যাক্ট ক্লাব অব বগুড়ার ইন্টার্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পিপি রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, পিপি রোটা. ববিতা রানী বর্মন, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহীন কাদির, রোটা. এম এম রুবেল তালুকদার, রোটা.রফিকুল ইসলাম বুলবুল, ইয়ার লাঞ্চিং কমিটির চেয়ারম্যান রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. নজমুল হক সোহেল, রোটা. রেজাউল হক বুলু, রোটা. শামছুর রহমান তাইফ, রোটা. নবিউল ইসলাম নয়ন, রোটা. আবু হেনা মোস্তফা কামাল, রোটা. রফিকুল ইসলাম রফিক, রোটা. শফিকুল ইসলাম শফিক, রোটা. চন্দন কুমার রায়, রোটা. সানাউল হক দুলাল, রোটা. কামাল ইনেনু টিংকু, রোটা. এস এম সিদ্দিকুর রহমান, রোটা. মুনজুর কাদের,রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল, রোটা. মেহেদী হাসান চৌধুরী, রোটা. মাহবুব সাঈদী প্রিন্স, রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রোটা. ড. আহমেদ আব্দুল্লাহ, রোটা. মোছাঃ আসমা আকতার, রোটা. এস এম আরিফ, রোটা. রোকসানা আকতার, রোটার্যাক্টর প্রেসিডেন্ট মো. সোহাগ ইসলাম, সেক্রেটারী রেজাউল হোসেন, আইপিপি সাকিব হোসেন, জয়েন্ট সেক্রেটারী ফারজানা, পিপি মো. আজিজুল ইসলাম রানা, রোটার্যাক্টর সালমান কবির, সোহান সিদ্দিকী, মির্জা শাহ্ রেজা, ইন্টার্যাক্টর ইয়াসফাক, গাজীউর রহমান প্রমুখ।