গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ৩ জুলাই২৪ বগুড়ায় সমাবেশ সফল করার লক্ষে সোমবার গাবতলী উপজেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, অধ্যাপক নজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, জসীউর রহমান সোহেল, আক্তারুজ্জামান লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিল হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, আবু তাহের, মিনহাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, সহ-কোষাধক্ষ্য মমিনুর রহমান দিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিক শাহীন, ছাত্র বিষয়ক সম্পাদক এমআর হাসান পলাশ, এছাড়া ইউনিয়নভিত্তিক নশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জোবাইদুর রহমান গামা, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর সোহেল, সুখানপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুর রহমান পিন্টু, দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ নূহু আলম সরদার, কাগইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, সহ-সভাপতি আবু আছাদ, নেপালতলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক আবু নছর মোহাম্মাদ আলম, বালিয়াদিঘী ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহিষাবান ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলজার রহমান, দৃর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহাব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দৌলা সুজা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিন পাইকার, পৌর মহিলাদলের সভাপতি কানিজ সুলতানা সুরভীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ।