পাবনা: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পাবনা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলার নয়টি উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে অংশ নেন। পরে জেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। জেলা কৃষকদলের আহবায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে কারা মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলেই এই আন্দোলন সফল করা সম্ভব।