ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সংসদ সদস্যের বরাদ্দকৃত প্রকল্প থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪টি বেঞ্চ, বিভিন্ন ক্লাবে ফুটবল ও জার্সি, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা পরিষদ কর্তৃক এসব বিতরণ করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ফৌজিয়া ইয়াসমিন লিজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।