বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব। কারো গোলামী করার জন্য এ দেশ স্বাধীন করিনি। তিনি গতকাল সোমবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর মহানগরের রথ খোলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানকে বর্তমান সরকার এত ভয় পায় কেন? এই সরকারের আমলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ইতিমধ্যে সরকার সমর্থিত সরকারের বড় পদে থাকা কিছু কর্মকর্তার দুর্নীতি ফাঁস হয়ে পড়েছে। তারা এখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে থেকেই তারা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপি কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি’র কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, মেয়র মুজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা ডক্টর শহীদুজ্জামান, ডাক্তার শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেয়ার, মীর হালিমুজ্জামান ননী, শাজাহান ফকির, সুরুজ আহমেদ , তানভীর সিরাজ, আতাউর রহমান, আখতারুল আলম মাস্টার, মনিরুল ইসলাম মনির আবু তাহের মুসিল্লি, জয়নুল আবেদীন রিজভী, ভিপি জয়নুল আবেদীন তালুকদার, জেলা মহিলা দলের সভা নেত্রী জান্নাতুল ফেরদৌসী,সরকার জাবেদ আহমেদ সুমন, আরিফ হোসেন হাওলাদার প্রমুখ।
মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ কে রাজনীতি করা লাইসেন্স দিয়েছিল জিয়াউর রহমান। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে দেশ অন্ধকারে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তিই মানে গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের উপর কয়েকটি দেশের লুলুপ দৃষ্টি পড়েছে । দেশকে বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের এত ভয় কেন ? সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, খালেদা জিয়া কে মুক্তি দিতে যদি আপনারা ভয় না পান তাহলে পুলিশ দিয়ে আমাদের সমাবেশ পাহারা দেন কেন? তিনি বলেন, আওয়ামী লীগের সাথে নয় বাংলাদেশের জনগণের সাথে চুক্তি করুন। মনে রাখবেন এদেশের এক ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে ছাড় দেওয়া হবে না ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, বহু সংগ্রাম করে পিন্ডি থেকে মুক্ত হয়েছিলাম। এখন ৭৭ বছর বয়সে দিল্লির কাছে বন্দী হয়ে গেছি। এ বন্দী দশা থেকে মুক্ত হতে হলে যুবসমাজকে প্রস্তুত হতে হবে। বর্তমান সরকারের সমালোচনা করে হাসান উদ্দিন সরকার বলেন এই সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে তারা ভয় পাই বলেই তাকে মুক্তি দিচ্ছে না।