বগুড়ার গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ রোববার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ প্রভাষক অরুন কান্তি রায় সিটন। গাবতলী ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভুলন। কৃষি অফিস জানায়, উপজেলার মোট ১৪’শ ৩০জন সুফলভোগী কৃষক জনপ্রতি ৫কেজি করে আমন ধানের বীজ, ১০কেজি করে ডিএফটি ও এমওপি সার পাবে।