বগুড়া লেখক চক্রের ৯৩৬তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রনজু, পারভীন নাহার, সাহানা আক্তার, আবু রায়হান, পবিত্র প্রামাণিক, মোছাঃ খোদেজা খাতুন, মনসুর রহমান তানসেন ও এম রহমান সাগর। গল্প পাঠ করেন ওয়ায়েজ রেজা, আব্দুর রাজজাক বকুল ও শাকিবুল শাকিল। কবি আহমেদ স্বপন মাহমুদের বইয়ের উপর আলোচনা পাঠ করেন কবি ইসলাম রফিক। আসরে আগামী ১লা জুলাই সন্ধ্যা ৭ টায় ম্যাক্স মোটেল অনুষ্ঠিত ‘আধেকমুক্ত রজনী গন্ধা ও স্বরচিত কবিতা পাঠ’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।