গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলীতে সান্তাহারগামী কলেজ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে অপর একটি লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে পড়েছে। জানা গেছে, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন- ৪৯২ সকাল অনুমানিক ৮টা ২০ মিনিটে সুখানপুকুর স্টেশনে এসে দ্বিতীয় লাইনে উঠলে হঠাৎ মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অপর একটি লালমনিহাটগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিল অনুমানিক ৮টা ৩০মিনিটে সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে। মূলত পদ্মরাগ ট্রেনটি আসার কারনেই কলেজ ট্রেনটি দ্বিতীয় লাইনে উঠেছিল। এতে করে দুইটি ট্রেনে থাকা শত শত যাত্রীরা ভোগান্তিতে পড়ে । যাত্রীরা রেললাইনের দুই পাশ্বে অপেক্ষা করতে থাকে। ইঞ্জিল বিকল ট্রেনটি ইতিমধ্যে রেললাইন থেকে সরিয়ে নিয়ে গাবতলী স্টেশনে রাখা হয়েছে। এ বিষয়ে সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আরাফাত হোসেন জানান, সকাল অনুমানিক ৮টা ২০মিনিটে সুখানপুকুর রেল স্টেশনে সান্তাহার মুখী কলেজ ট্রেন ৪৯২ এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। অপর একটি লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিল ৮টা ৩০ মিনিটে খিরাপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে পড়েছে। উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ গ্রহণ করেছে।