চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ৫০.৬০ মিলিয়ন ডলার নিজেদের দেশে নিয়ে গেছে বাংলাদেশে বসবাসরত ভারতীয়রা।একই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মোট ১৩০.৫৮ মিলিয়ন ডলার বিদেশীরা নিজ নিজ দেশে নিয়ে গেছে। ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এছাড়াও বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের বার্ষিক আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই বলে জানান অর্থমন্ত্রী।
তিনি আরো বলেন,‘চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।’
মন্ত্রী জানান, ভারত ৫০.৬০ মিলিয়ন ডলার, চীন ১৪.৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২.৭১ মিলিয়ন ডলার, জাপান ৬.৮৯ মিলিয়ন ডলার, কোরিয়ায় ৬.২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ড ৫.৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ৩.৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তান ৩.২৪ মিলিয়ন ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ৩.১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়া ২.৪০ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকরা তাদের দেশে নিয়েছেন ২১.৯২ মিলিয়ন ডলার। সূত্র : ইউএনবি