সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সারিয়াকান্দিতে প্রায় ৪ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যায়ে সারিয়াকান্দি পৌরসভার প্রশাসনিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । রবিবার সকাল ১০ টায় সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান । সেখানে এক সুধী সমাবেশে সাহাদারা মান্নান প্রধান অতিথির বক্তব্য রাখেন । পৌর মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী ।