হৃদযন্ত্রে পেসমেকার বসাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেল ৫টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি অবস্থায় তার চিকিৎসা কার্যক্রম চলছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।