মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজারে গত মঙ্গলবার। স্থানীয় সূত্রে জানা গেছে ঈদের পরদিন মহিষবাথান বাজারের পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে স্থানীয় লোকজন স্পিডবোর্র্ড যোগে নৌ-বিহার করছিল এ সময় স্থানীয় যুবক জুয়েল ও সোহাগ স্পিডবোর্ডের পাশ দিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে যাচ্ছিলো। তাদের গায়ে স্পিডবোর্ডের পানি ছিটিয়ে পড়ে এর পর বিষয়টি জুয়েল তার চাচাতো ভাই স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিন মন্ডলকে জানালে সে ক্ষুদ্ধ হয়ে দলবল নিয়ে স্পিডবোর্ডের ডাইভার ও স্পিডবোর্ডের ভ্রমনকারী জনতার উপর সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ ইসাহাক আলী ও ঔষুধ ব্যবসায়ী মোঃ আলঙ্গির হোসেন (আলম) গুরুতর আহত হয়। এ ঘটনায় আলঙ্গির হোসেন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডর, তার ভাই অগ্রণী ব্যাংক সাপাহার শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মমতাজ মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য গোলাম মোরশেদসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।