বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের ছিল ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে ১৪ জুন শুক্রবার দিনব্যাপী কলাকোপা বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসায় কুরআন খতম, বাদ আছর দক্ষিণ বগুড়া গোরস্থান বায়তুর রহম মসজিদে (ভাই পাগলা মাজার মসজিদ) দোয়া মাহফিল এবং বাদ মাগরিব কলাকোপা বায়তুস সূজূত জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন মরহুম এর ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, মরহুম এর সহধর্মিনী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, মরহুম এর ছোট বোন অধ্যাপিকা মাহমুদা হাকিম, ছোট ভাই এর সহধর্মিনী শামছুন নাহার জামান, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান,
জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লাবু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ হাসান শিবলু, জেলা ছাত্রদল নেতা মামুন, আল-আমিনসহ মরহুম পরিবারের সদস্য এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ হাফেজ শাহ জামাল। অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের জ্যেষ্ঠপুত্র ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ভাই।