মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশাল সার্ভিস এর এক্সটেন্ড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ডাউট এর উদ্যোগে ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ইনসেফশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কাজী নুরুল হক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের পরিচালক (ক্রেডিট) সন্তোষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাংবাদিক সাখাওয়াত হোসেন, আককাস আলী প্রমুখ। ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।