বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে একাদশের বরণ ও দ্বাদশের পরীক্ষার্থীদের বিদায় বুধবার পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার বোর্ড অব ডিরেক্টরস এর সভাপতি মিস অর্পনা প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও উন্নত রাষ্ট্র গড়ার জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরাই একদিন দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই স্কুলের আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে- ‘হাঁকিছে ভবিষ্যৎ, হও আগুয়ান।’ তাই আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার করুণ সুর। সেই সুর যেন বলছে ‘ভুবনের ঘাটে ঘাটে, এক ঘাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে।’ শুভ হোক তোমাদের ভবিষ্যৎ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেজিনা মারান্ডী, শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় মাইকেল আশের বেসরা, কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক্ষক পারভীন আকতার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম সহ প্রমুখ। আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কেক কাটা হয়।