গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গতকাল রবিবার গাবতলীতে ৭ই জানুয়ারী২৪ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে, গাবতলীর সকাল (৮টা থেকে ৯টা ৩৫মিঃ) পর্যন্ত কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল হক জানান এ পুরুষ ভোট কেন্দ্রে ২৩৯৩ভোটার মধ্যে ভোট পড়েছে মাত্র ৫টি। একই সময়ে বিদ্যালয়ের নারী ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বজলুর রশিদ জানান, এ ভোট কেন্দ্রে ২৪০৯ভোটার মধ্যে ভোট পড়েছে ১৫টি। মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মছিউজ্জামান জানান, এ ভোট কেন্দ্রে মোট ২৭২৬ ভোটের মধ্যে সকাল ১০টা ৫মিঃ পর্যন্ত ৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ কেন্দ্রে নৌকা ও লাঙ্গল মার্কার পোলিং এজেন্ট থাকলেও ছিল না অন্য কোন প্রার্থীর পোলিং এজেন্ট। কৈঢোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এম এ হারেজ জানান ৩১০৯ভোটারের মধ্যে (সকাল ৮টা থেকে ১০টা ৩৫মিঃ পর্যন্ত) ১৪৫জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। দক্ষিনপাড়ার কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাস জানান (সকাল ৮টা থেকে ১২টা পয়ন্ত) তার ভোট কেন্দ্রের মোট ২৯২৪জন ভোটারের মধ্যে ৫৮৩জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। সকালে ভোটার উপস্থিতি কম হলেও দুপুর হলে ভোটার সংখ্যা বাড়তে থাকে। ভোট কেন্দ্রে দীর্ঘলাইন চোখে কম পড়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।