1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বীজ খামার প্রকল্পের সুফল পাচ্ছে শিবগঞ্জের কৃষকরা - Uttarkon
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দুই দেশেরই ভিসা পেয়েছেন খালেদা জিয়া জনগণের কাছে সংস্কার প্রস্তাব পৌঁছাতে হবে: তারেক রহমান অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ: ভারতকে বিধ্বস্ত করে শিরোপা জয় বাংলাদেশের বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধে মেটার সহযোগিতা চাইলেন ড. ইউনূস সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি সিরিয়ায় ৫৩ বছরের আসাদ পরিবারের পতন অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পিছিয়ে পড়ল ভারত সেচপাম্পের পাওনা ধানের ভাগ নিয়ে বিরোধে গাবতলীতে ৩ ভাইয়ের পেটে ছুড়িকাঘাত, নিহত-১ বগুড়ায় জামায়াতের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান বগুড়ায় জামায়াতের যুব শাখার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বীজ খামার প্রকল্পের সুফল পাচ্ছে শিবগঞ্জের কৃষকরা

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

এনামুল হক, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উন্নত মানের বীজ উৎপাদনে কাজ করছে বীজ খামার প্রকল্প। ধান,গম ও পাট বীজের নতুন জাত উৎপাদন ও সংরক্ষণ করে ইতোমধ্যেই এই প্রকল্পের সুফল পেতে শুরু করেছে এ অঞ্চলের কৃষকরা। শিবগঞ্জ কৃষি দফতরের তত্বাবধানে উপজেলা জুড়ে ৩শ ২০ জন কৃষকের সমন্বয়ে গঠিত ২২ টি দল কাজ করছে এ প্রকল্পে।
উপজেলা কৃষি দফতরের তথ্যমতে, বর্তমানে বোরো ধানের বীজ উৎপাদনে ১০ টি বোরো বীজ খামার, আমন ধানের বীজ উৎপাদনে ১০ টি আমন বীজ খামার, আউশ ধানের বীজ উৎপাদনে ০১ টি আউশ বীজ খামার এবং গম ফসলের বীজ উৎপাদনে ০১ টি গম বীজ খামার গড়ে তোলা হয়েছে। প্রতিটি বীজ খামার প্রদর্শনীর জমির পরিমান ৫ একর। প্রতিটি বীজ খামার দলে রয়েছে ১০ জন কৃষক ও ০৫ জন কৃষাণী। উন্নতমানের বীজ উৎপাদন করে সেই বীজ সংরক্ষণ করে কৃষকদের মাঝে বিতরণ করছে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প” বা বীজ খামার প্রকল্প।
উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বোরো বীজ উৎপাদনকারী কৃষক দলের দলনেতা মোঃ জাহিদুল ইসলাম জানান, বিগত তিন বছর থেকে কৃষি অফিসের মাধ্যমে আমরা ১৫ জন কৃষক-কৃষানী উন্নতমানের বীজ উৎপাদনের জন্য ধান বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা পেয়ে আসছি। প্রথম বছর ব্রিধান৮১ জাতের বীজ উৎপাদন দিয়ে শুরু করি আমরা। পর্যায়ক্রমে আমরা ব্রিধান৮৬, ব্রিধান৮৮ এবং এ বছর বঙ্গবন্ধু ধান১০০ এর বীজ উৎপাদন করতে যাচ্ছি।
উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষক মোঃ আজমাল হোসেন বলেন, বীজ খামার প্রকল্প থেকে আমরা প্রতি বছর ব্রি উদ্ভাবিত নতুন নতুন জাতের বীজ উৎপাদন করছি। আমাদের উৎপাদিত বীজ প্রকল্প থেকে সরবরাহকৃত আধুনিক বীজ সংরক্ষণ করে আশে পশে নতুন জাত গুলো ছড়িয়ে দিচ্ছি।
উপজেলার দেউলী ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, আমরা সবসময় নতুন নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কাজ করে যাচ্ছি। কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে বীজ খামার প্রদর্শনীর মাধ্যমে বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি অফিসার মোঃ আল মুজাহিদ সরকার বলেন, বীজ খামার প্রদর্শনীর মাধ্যমে আমরা শুধু বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণের মাঝে সীমাবদ্ধ না থেকে উক্ত প্রকল্পের মাধ্যমে প্রতি ইউনিয়নে একজন করে বীজ উদ্যোক্তা তৈরী করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বীজ বিক্রির জন্য ফ্রি লাইসেন্স করে দিয়েছি। ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নতমানের বীজ উৎপাদনে সবসময় কৃষকদের সহায়তা দিয়ে আসছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies