মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলায় কর্মরত এলজি ইডির কর্মকর্তা – কর্মচারীদের উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলজি ইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি করর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের দ্বারা হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বদলগাছী উপজেলা এলজি ইডির কর্মকর্তা – কর্মচারীবৃন্দ। ৩০ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় বদলগাছী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে এই মানব বন্ধন কর্মসূচিতে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী সেকেন্দার আলী, রোকুনুজ্জামান, হিসাব রক্ষক আমজাদ হোসেন সহ অন্যান্য কর্মচারী গণ উপস্থিত ছিলেন।