রবিবার বগুড়ায় তথ্য অধিকার দল বগুড়া ইউনিট ও রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত তথ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেন, তথ্য মেলা জনসচেতনতা সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখবে। তথ্য অধিকার দল বগুড়া ইউনিটের সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে তথ্য মেলা’২৩ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আইন কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আল মাহমুদ, বগুড়ার সিনিয়র তথ্য কর্মকর্তা মুহা. মাহফুজার রহমান, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলহাজ্ব শেখ, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, রিইব কেন্দ্রীয় অফিসের এ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর আঞ্জু আকতার। তথ্য অধিকার দল বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, তথ্য অধিকার দল বগুড়া ইউনিটের সিনিয়র সদস্য জাকিয়া সুলতানা, ফজলুল হক বাবলু, এ্যাড. সহল হোসেন, ফজলুল হক, কামরুজ্জামান প্রমুখ। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত তথ্য মেলায় জেলা তথ্য অফিস সহ ১১টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তথ্য মেলার পরিসমাপ্তি ঘটে। খবর বিজ্ঞপ্তি