বগুড়া লেখক চক্রের ৯০০তম পাক্ষিক সাহিত্য আসর শুক্রবার দিনব্যাপী কবিতাভ্রমণ, স্মৃতিকথন এবং সাহিত্য আড্ডার মধ্যে দিয়ে পালিত হয়। বগুড়া শহরের সাতমাথা থেকে সংগঠনের সভাপতি ইসলাম রফিকের গ্রামের বাড়ীতে কবিতাভ্রমণের মাধ্যমে শুরু হয় সকাল। কবিতাভ্রমণ শেষে সভাপতির গ্রামের গাবতলি উপজেলার বড় সাগাটিয়া গ্রামে স্মৃতিকথন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি কবি শোয়েব শাহরিয়ার। প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মনি হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন কবি খলিল মজিদ। প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ করেন কবি শিবলী মোকতাদির ও কবি মাহমুদ হোসেন পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রবন্ধকার এস এম আনিছুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিশারী ফুডের নির্বাহী পরিচালক এম রহমান সাগর, কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, কবি সিকতা কাজল, কবি এইচ আলিম, কবি রবিউল আলম অশ্রু, কবি আবু রায়হান। আবৃত্তি করেন অলোক কুমার পাল, কবিতা পাঠ করেন মরিয়ম রুমা, পবিত্র প্রামাণিক প্রমুখ। পস্থিত ছিলেন কবি সারমিন সীমা, সাংবাদিকসাখাওয়াত হোসেন জনি, কবি হিরণ্য হারুন, কবি সাফওয়ান আমিন, সাব্বির আহমেদ, নুসরাত জাহান, অনামিকা রায়, মোহনা রায়হান, সাহান আক্তার, ইয়াছিন আলী, আবু হানিফ, বাদল শাহ,