সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে সোমবার সকাল ১১ টায় নারচী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামে টি.এম.এস.এস (বগুড়া) কর্তৃক প্রাপ্ত কম্বল টি.এম.এস.এস ও উপশম এর যৌথ উদ্যোগে ১’হাজার ৫’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশম এর প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল (অবঃ) জগলুল আহসান। সভাপতিত্ব করেন উপসম এর সাধারণ সম্পাদক রেজাউল করিম। উক্ত বিতরনি অনুষ্ঠানে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.এম.এস.এস এর জয়েন্ট ডাইরেক্টও রেজাউল করিম,বগুড়া উত্তর জোনের জোনাল ম্যানেজার শাহিন মাহমুদ,এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী মুশফিকুর রহমান মদন। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, উপশম পরিষদের সদস্য, সামছুল হক,ছালেক উদ্দিন,মোকছেদ আলম,ফাতেমা ইয়াসমিন,ইউপি সদস্য বুলু প্রামানিক,নারচী বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।