বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাদের সাথে দেশের জনগন নেই। আছে শুধু কিছু পুলিশ, আমলা আর তাদের দোসর। আর জনগন রয়েছে বিএনপির সাথে। কারন বিএনপির সভাসমাবেশে মানুষ পায়ে হেটে, চিড়া মুড়ি খেয়ে, না খেয়ে যোগ দেন। কিন্তু আওয়ামীলীগের সভায় লোক আনতে বিরিয়ানী খাওয়াতে হয়, গেনজ্ িদিতে হয়। তারপরেও সভার একদিকে প্রবেশ করে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে বিএনপি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এক ঘন্টা আগেও আন্দোলন থামবে না। সরকারের পতনের পর তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত শুরু হবে। তার প্রস্তাব দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামীলীগ এর জবাব দিতে না পেরে শুধু বলে বিএনপি এ প্রস্তাব বাস্তবায়ন করতে পারবে না। তাই তারেক রহমানের প্রস্তাবনা জনগনের কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে সেই টাকা লুটপাট করে পাচার করা হচ্ছে। দেশ থেকে ১০ লক্ষ কোটি টাকা পাচারের যে তথ্য আমরা দেখছি তা সূচের অগ্রভাগের মতো, যা কল্পনার বাইরে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জিয়ার কর্মময় জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ শাহ মোঃ শাজাহান আলী , অধ্যাপক ড.হাসানাত আলী, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম প্রমুখ। সকালে আমীর খসরু মাহমুদ জিয়ার জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীর জিয়া বাড়ীতে শীতবস্ত্র বিতরন করেন। এ ছাড়া বগুড়া জেলা বিএনপির আয়োজনে বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং সকালে এ্যাজমা কেয়ার সেন্টারে বগুড়া জেলা বিএনপির ও ড্যাব বগুড়া জেলা শাখার আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।