পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পুলিশের উদ্যোগে শতাধিক বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পাঁচবিবি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা পুলিশের উপ পুলিম পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার বাবু সুশান্ত কুমার রায়, এস আই সাইফুল ইসলাম প্রমুখ।