দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ র্যাব-১২ বগুড়ার একটি টিম গত ১৭জানুয়ারি মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলা সদরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-১৫১৭) তল্লাশী চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হলেন বগুড়া সদর থানার চকসূত্রাপুর কসাইপাড়ার সোবহান হোসেন(৪১) ও শামীম হোসেন(৩০)। একইদিন রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইন মামলার সন্দিগ্ধ আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার হাটসাজাপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। এছাড়াও ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টের ৭আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আটগ্রাম নগরপাড়ার এলিম(২৪), জাহিদুল ইসলাম(৪০), বনতেঁতুলিয়া গ্রামের আলামিন(৩৫), মোস্তফাপুরের জহুরুল ইসলাম মিন্টু(৩০), রনি(২৪), ছোট পাইকপাড়ার ইমরাম হোসেন(২০) ও কুশ্বহর গ্রামের লুৎফর রহমান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, র্যাব বগুড়া কর্তৃক আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।