মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক স্কুল ছাত্রকে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম আবু হুরায়রা (০৯)। সে সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি দক্ষিণপাড়ার মোঃ মনজুরুল ইসলামের ছেলে ও কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুরে স্কুলে টিফিন পিরিয়ডের সময় নাস্তা খাওয়ার কথা বলে স্কুল থেকে বের হয় আবু হুরায়রা। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে তার সাইকেল পাওয়া যায় স্থানীয় ডাকুমারা হাটে। সোমবার ভোরে বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল দৈনিক উত্তর কোন পত্রিকাকে জানান, নিহত স্কুল ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে যারা সবাই ছাত্র। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#