খাঁটি সরিষার তৈল ভোক্তার নিকট পৌঁছে দিতে টিএমএসএস এগ্রো ভোজ্য সরিষার তৈল প্রকল্প এর শুভ উদ্বোধন গত শনিবার বগুড়ার ঠেঙ্গামারায় মমইন বিনোদন জগৎ ফ্যাক্টরীতে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিদেশ থেকে ভোজ্য তৈল আমদানী করে দেশের চাহিদা পূরণ করতে হচ্ছে। মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় দেশীয় শস্য থেকে খাঁটি সরিষার তৈল উৎপাদন প্রকল্প থেকে সবাই উপকৃত হবে। বোতলজাতের মাধ্যমে ভোক্তা সাধারণ ক্রয় করতে পারবে এই খাঁটি সরিষার তৈল। এখানে ফ্যাক্টরীতে বৈদ্যুতিক মটর ব্যবহার করা হলেও তৈল উৎপাদন সেই প্রাচীন পদ্ধতি ব্যবহৃত হবে। ঘানি চলবে বৈদ্যুতিক মটরে সরিষা ভেঙ্গে ফোঁটায় ফোঁটাই মিলবে খাঁটি সরিষার তৈল।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিষ্টার এ্যালেক্স মোস্তাফিজ। বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক (অর্থ) আমিনুল ইসলাম, পরিচালক মোঃ জাহেদুর রহমান, টিএমএসএস’র উপদেষ্টা প্রফেসর ড. সঞ্জন কে দাস, টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ। দোয়া পরিচালনা করেন পীর ছাহেব আলহাজ্ব আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন গুলনাহার বেগম। সমাপনী বক্তব্য রাখেন টিএমএসএস’র উপদেষ্টা জোসেফ এ্যালেক্স।