মোঃ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে ৫ কেজি গাঁজাসহ মোঃ আওয়াল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার মাদক কারবারি মোঃ আওয়াল ইসলাম রাজশাহীর চারঘাট থানাধীন বড়বড়িয়া বেলতলী গ্রামের মোঃ শামসুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চারঘাট থানাধীন বড়বাড়িয়া বেলতলী গ্রামের গুচ্ছগ্রাম এলাকায় ১ জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ মাদক কারবারি আওয়াল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।