দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ নম্বরধারী দুই শিক্ষার্থীকে ড. জালাল উদ্দিন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ৬জানুয়ারি শুক্রবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাবের সহসভাপতি অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. এফএম আমিনুজ্জামান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, বাগেরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন ফার্মের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন তালুকদার, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সাবেক ব্যাংকার এসএম মাহমুদার রহমান মিলু, ক্লাবের পর্যটন বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার দাস, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীর মাতা রৌওফাতুন নেছা, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী সিফাত মাশরাফি শাহীন, মোরসালিন হাসান প্রমুখ। এসময় ক্লাবের সাংগঠনিক সম্পাদক এরশাদ মহলদার, সহ সাংগঠনিক সম্পাদক এম,ডি শিমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সদস্য আব্দুর রব, আলাউদ্দিন ফকির, গৌতম বসাক, বারিক সহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে ড. জালাল উদ্দিনের আর্থিক সহযোগিতায় ক্লাবের পক্ষ থেকে মেধাবী দুই শিক্ষার্থীকে ৪০হাজার টাকা করে ৮০হাজার টাকার চেক, সনদপত্র ও ড. জালাল উদ্দিন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।