দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্যের বরাদ্দ থেকে দুপচাঁচিয়া উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, টর্চলাইট ও বাশি বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন প্রমুখ। এদিন উপজেলার ৬টি ইউনিয়নের ৫৯জন গ্রাম পুলিশের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।