দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে অসহায়, শীতার্ত ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এ কম্বল বিতরণের উদ্বোধন করেন। এসময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সরকার প্রদত্ত পৌরসভার ৪’শ ৯০টি ও পৌর মেয়রের ব্যক্তি উদ্যোগে ক্রয়কৃত ১’শটি কম্বল সহ মোট ৫’শ ৯০টি কম্বল ৯টি ওয়ার্ডের অসহায়, শীতার্ত ও বয়স্কদের মাঝে বিতরণ করা হয়।