রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে আজ বুধবার বেলা ১২টার সময় রোটারী ভেনু মামদুদুর রহমান হল জামিল শপিং কমপ্লেক্স ষষ্ঠ তলায় সমাজের সুবিধা বঞ্চিত গরীব অসহায় শীতার্থ মানুষের মাঝে ১০০০ (একহাজার) পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । শীত বস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান শফিউর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতী কর্মযোগ্যে অংশ নিয়ে শীতবস্ত্র বিতরন করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মুনছুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সানাউল হক দুলাল, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মামদুদুর রহমান শিপন, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেজাউল হাসান রানু, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান লুৎফর রহমান নিরো, পাষ্ট প্রেসিডেন্ট এম এ ওহাব, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তপন চক্রবর্তী, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোস্তাফিজার রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোরশিদা খাতুন, আই পি পি ও অ্যাসিঃ গভর্নর রোটারিয়ান সৈয়দ আহম্মদ কিরণ পাষ্ট প্রেসিডেন্ট ববিতা রানী বর্মন, রোটারিয়ান সাজেদুল বারী লিখন, রোটারীয়ান নূরুল বাসার চন্দন, রোটারীয়ান রেজাউল হক বুলু, রোটারীয়ান রেজাউল হক, রোটারীয়ান সেহেলী আকতার সালমা, রোটারীয়ান রফিকুল ইসলাম বুলবুল, রোটারীয়ান অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, রোটারীয়ান এম এম রুবেল তালুকদার, রোটারীয়ান সন্জিব প্রসাদ জয়সোয়াল, রোটারীয়ান নবিউল ইসলাম নয়ন, রোটারীয়ান চন্দন কুমার রায়, রোটারীয়ান ইয়াসমিন হাসান, রোটারীয়ান রোকশানা আকতার, রোটারীয়ান শফিকুল ইসলাম বিপুল, রোটারীয়ান শফিকুল ইসলাম শফিক, রোটারীয়ান ডাক্তার মোস্তফা কবির, রোটারীয়ান শাহ মাহমুদুর রহমান জনি, রোটারেক্ট আজিজুল হক রানা প্রেসিডেন্ট আরসি অব বগুড়া নিউ টাউন, রোটারেক্ট মোস্তাফিজার রহমান প্রমুখ ও অফিস সহকারী হাবিব প্রমুখ ।