বুধবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড ও কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ লিমিটেড এর আয়োজনে ১ হাজার শীর্তাত ও দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ।এসময় উপস্থিত ছিলেন পি এম- সিপিবিএল ইউনিট -২ লি: মো: ফরহাদ হোসেন ,পি এম-সিপিবিএল মো: ফজলুল হক,ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন)মো: মাহবুবুল হক ।