দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘উন্নত সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে পালন করা হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা সমাজ সেবা দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোঃ নূহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, সহ সমাজ সেবা দপ্তরের অধীনে রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।