গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার পহেলা জানুয়ারী বগুড়ার গাবতলী রামেশ^রপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আক্তার, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক মিজানুর রহমান মিজান। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাহাবুবুর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ইউপি সদস্য মানিক মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম প্রমূখ। এবপূর্বে অতিথিবৃন্দ মাদ্রাসা চত্ত্বরে নারিকেল চারা গাছ রোপন করেন।