শিক্ষা নিয়ে গড়বো দেশ এমন প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বগুড়ার জহুরুল নগরে ইসলামী আদর্শ স্কুলে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক একেএম আজাদ। রবিবার সকাল ১১ টায় স্কুল হলরুমে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি শাজাহানপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও বাম্মা বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি সরকার বাদল। এ সময় তিনি কমলমতি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, রিক্সা-ভ্যান শ্রমিক নেতা জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আফসানা মিমি, উম্মে হাবিবা, দিলরুবা খান, আমিনুর ইসলাম, লাজিনা মোস্তাকিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে দারুন খুশি শিক্ষার্থীরা।