দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উৎসব উপলক্ষে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১জানুয়ারি রোববার সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজমা সুলতানা ও জয়নাব বানুর সঞ্চালনায় প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, সহকারী শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মোফাজ্জল হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আশরাফ আলী, সদস্য পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, ছোটন চক্রবর্তী, ডাঃ আইরিন আক্তার, মাহমুদা খাতুন প্রমুখ। পরে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজু আহম্মেদের সঞ্চালনায় মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন প্রমুখ। এদিন উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে বই বিতরণ উৎসব উদযাপিত হয়।