বগুড়া শহরের বউবাজারে গীতিচর্চা সঙ্গিতালয়ের আয়োজনে নব আনন্দে জাগো পর্ব-১ এর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গিত শিল্পী তাপসী দে। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের গান দিয়ে শুরু হয়। পরে সংগঠনের শিশু শিল্পী জয়ন্ত, তন্ময়, তৃষ্ণা, পিহু, সাত্বিক, তিতলি সঙ্গিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক রবিউল আল অশ্রু, সংগঠনের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম।