রাতুল সরকার, রাজশাহী: রাজশাহী মহানগরীতে সাংবাদিক তমাল দাসের বসত ঘরের জানালার গ্রীল কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধিন নিউমার্কেট ষষ্টি তলা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ সময় ঘরের ষ্টিলের আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ৫৬ হাজার টাকা, প্রাইজবন্ড সাড়ে ৭ হাজার টাকা, ২ভরি ১২আনা স্বণলংয়কার চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বুধবার বেলা ১২টায় সাংবাদিক অভিলাষ দাস তমাল বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিউমার্কেট ফাঁড়ির ইনচার্জ এসআই কাইসার ও সঙ্গীয় ফোর্স সরেজমিন পরিদর্শন করেছেন।
এসআই কাইসার জানান, চুরির ঘটনায় ভূক্তভোগী সাংবাদিক বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।