বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বগুড়া জেলা পুলিশের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে পুলিশ সুপার বলেন, ‘জনতার পুলিশ হয়ে আমরা কাজ করতে চাই। এজন্য বগুড়ার প্রতিটি সম্মানিত জনগণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাদের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তিনি আরও বলেন, দিনশেষে পুলিশ সদস্যদেরও মনকে চাঙ্গা রাখতে হয়। এজন্যই স্বল্প পরিসরে আমাদের আজকের এই আয়োজন। আশা করছি, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা এই আয়োজনের সম্পাতি ঘটাতে পারব। পুলিশ সুপার কাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) মোতাহার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার। আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১৬টি দল এ খেলায় অংশ নিয়েছে। নক আউট পদ্ধতিতে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) নাজরান রউফ, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভির হাসান প্রমুখ।